ঢাকা: ভেনিজুয়েলার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পার্লামেন্টে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষের অনেক আইনপ্রণেতারা যখমেরও শিকার হয়েছেন।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সরকার ও বিরোধী উভয়পক্ষই পরস্পরকে দোষারোপ করছে মারামারি সূত্রপাত ঘটনানোর জন্য।
নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত সংসদে সংসদ সদ্যসরা কথা বলতে পারবেন না-এমন পদক্ষেপ পাস হওয়ার পরপরেই এ হাতাহাতির ঘটনা ঘটে।
ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পর চলতি বছরের ৫ মার্চ হুগো শ্যাভেজ মারা যান। শ্যাভেজের মৃত্যুর পর ১৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় তার পছন্দের প্রার্থী নিকোলাস মাদুরো। বিরোধী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসের চেয়ে সামান্য ভোট বেশি পান মাদুরো।
ভেনিজুয়েলার নির্বাচন কমিশন মাদুরোকে বিজয়ী হিসেবে ঘোষণা করলেও ফলাফলকে প্রত্যাখান করেন ক্যাপরিলেস।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com