ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১১ মে নির্বাচন হবে : পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১, ২০১৩
১১ মে নির্বাচন হবে : পাকিস্তানের সেনাপ্রধান

ঢাকা: পাকিস্তানে ১১ মে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে তাকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। তিনি বলেন, “১১ মে’র নির্বাচন নিয়ে আমাদের মধ্য কোনো সংশয় থাকা উচিত নয়।

এটা পাকিস্তানের যুদ্ধ। ”

বুধবার ইউম-ই-শুহাদা (শহীদ দিবস) উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেফতারের পর থেকে নির্বাচন স্থগিত করা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। ১১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন নিশ্চয়তা দিয়ে তিনি জানান, তিনি নির্বাচন স্থগিত নিয়ে ছড়িয়ে পড়া গুজবের অবসানের চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, “আল্লাহর ইচ্ছায় ১১ মে সাধারণ নির্বাচন হবে। এ নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয়। ”

আমি আপনাদের নিশ্চিয়তা দিচ্ছি যে সংবিধান মেনেই আমাদের সক্ষমতার সর্বোচ্চটা দেওয়ার মাধ্যমে নিবিদিতভাবে মুক্ত, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমি আপনাদের আরও নিশ্চিত করতে চাই যে, শুধু দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা এ সহায়তা দিচ্ছি। ”

গত পাঁচ বছরে দেশের গণতন্ত্র রক্ষায় পাকিস্তানের সেনাবাহিনী সম্মানের সঙ্গে কাজ করেছে বলে জানান তিনি।

গণতন্ত্রবিরোধী শক্তিদের কখনও গ্রহণ করা হবে না বলে দেশের চরমপন্থি ও জঙ্গিদের হুঁশিয়ারি বার্তা দেন কায়ানি। তবে পূর্বসূরি পারভেজ মোশাররফের ব্যাপারে তেমনই কিছুই বলেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।