কলকাতা: কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম কমলো ৩ টাকা। ভ্যাটযুক্ত হয়ে দাম কমেছে ৩ টাকা ১৩ পয়সা।
নতুন দাম কার্যকর হচ্ছে বুধবার ভোর থেকে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখেই দাম কমলো পেট্রলের। তবে ডিজেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হতে পারে। আংশিক নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রতি মাসে ডিজেলের দাম বেড়ে যাবে ৪০ থেকে ৫০ পয়সা।
তবে এর মধ্যেই পেট্রলের দাম ৩ টাকা কমানোর সিদ্ধান্তে সামান্য স্বস্তি। দিল্লিতে দাম ছিল ৬৬ টাকা ০৯ পয়সা। এখন তা কমে হবে ৬৩ টাকা ০৯ পয়সা। মুম্বাইতে দাম ছিল ৭২ টাকা ৮৮ পয়সা। ৩ টাকা ১৫ পয়সা দাম কমার পর এক লিটারের দাম হল ৬৯ টাকা ৭৩ পয়সা। চেন্নাইতে দাম হল ৬৫ টাকা ৯০ পয়সা।
বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, মে ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস