ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কংগ্রেস নেতার মুক্তির প্রতিবাদে উত্তপ্ত দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মে ১, ২০১৩
কংগ্রেস নেতার মুক্তির প্রতিবাদে উত্তপ্ত দিল্লি

ঢাকা: ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা ও সাবেক সাংসদ সজ্জন কুমারের বেকসুর খালাসের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে নয়াদিল্লি।

সজ্জন কুমারের মুক্তির জের ধরে রাস্তায় নেমেছেন শিখরা।

বিশেষ করে সেই ভয়াবহ দাঙ্গার শিকার পরিবারগুলোর সদস্যরা আদালতের এই রায়ের জোর প্রতিবাদ জানাচ্ছেন।

বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার কারকাডুমার বিশেষ আদালত সজ্জন কুমারকে এ অভিযোগ থেকে মুক্তি দিলে আজ শিখরা রাজপথে নেমে এসেছে। তিলক নগর পুলিশ দপ্তরের কাছে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা। কয়েকজন বিক্ষোভকারী সুভাষ নগর মেট্রো স্টেশনে ঢুকে পড়ে। এ জন্য মেট্রো স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিক্ষোভ হয়েছে জম্বু-পাঠানকোট মহাসড়কেও। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে ইউপিএ সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন।

দিল্লির সেনানিবাস এলাকায় ১৯৮৪ সালের দাঙ্গায় খুন, ডাকাতি, দাঙ্গায় উস্কানি ও সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করার অভিযোগ আনা হয় সজ্জন কুমারের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের শুনানিতে সব ক’টি অভিযোগ থেকেই মুক্তি দেওয়া হয় কংগ্রেস নেতাকে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।