ঢাকা: বোস্টন ম্যারাথনে বোমা হামলায় জড়িত সন্দেহে আরো তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোস্টন পুলিশ।
আটক তিনজনই ছাত্র বলেও জানিয়েছে পুলিশ সূত্র।
হোমল্যান্ড সিকিউরিটি সোর্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বোস্টন হামলার তদন্তকাজে মিথ্যা তথ্য ও ন্যায় বিচার রোধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে দু’জনকে ম্যাসাচুসেটস এর নিউ বেডফোর্ড থেকে আটক করা হয়। অপর ব্যক্তিকে কোন্ স্থান থেকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা না গেলেও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে এক টুইটার বার্তায় জনগণকে এ নিয়ে অতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছে বোস্টন পুলিশ।
এরই মধ্যে জোখার সারনায়েভ(১৯)নামে এক ছাত্রের বিরুদ্ধে হামলায় জড়িত থাকারে অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে বোমা হামলায় তিনজন নিহত ও ২৬০ জন আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিলো জোখারের বড় ভাই তামারলেন সারনায়েভের (২৬) বিরু্দ্ধেও। গত ১৯ এপ্রিল পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
তখন বোস্টন পুলিশ জানায়, ম্যারাথনে হামলায় এই দুই ভাই ছাড়া আর কেউ জড়িত নয়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম