ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকের ১৫ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মে ২, ২০১৩
উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকের ১৫ বছর জেল

ঢাকা: যুক্তরাষ্ট্রের এক নাগরিককে পনের বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।



জুন-হো নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত বছর পর্যটক বেশে উত্তর কোরিয়ার প্রবেশকালে গ্রেফতার হন। পিয়ংইয়ং দাবি করে কারাদণ্ড প্রাপ্ত সরকারবিরোধী অপরাধে অভিযুক্ত।

পারমাণবিক পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা বিরাজ করছে, তখনই এই রায় দেওয়া হলো।

উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে সাজাপ্রাপ্ত ব্যক্তি সরকার উচ্ছেদসহ রাষ্ট্রবিরোধী নানা অপরাধের কথা আদালতে স্বীকার করেছেন। এর প্রেক্ষিতেই দেশটির সর্বোচ্চ আদালত জুন-হো’কে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিশ্লেষকরা এই ঘটনাকে ওয়াশিংটনের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

তবে মার্কিন নাগরিককে কারাদণ্ড দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও দুই মার্কিন সাংবাদিক, এক ব্যবসায়ী, একজন ইংরেজী শিক্ষক এবং একজন কর্মীকে কারাদণ্ড প্রদান করে উত্তর কোরিয়া।

যদিও সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে মুক্তি পান তারা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।