ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইংরেজ রাজা তৃতীয় রিচার্ডের মৃত্যুর রহস্যভেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মে ২, ২০১৩
ইংরেজ রাজা তৃতীয় রিচার্ডের মৃত্যুর রহস্যভেদ

ঢাকা: যুক্তরাজ্যের লেইসেস্টারে একটি গাড়ী পার্কিংস্থলের মাটি খুঁড়ে বোসওয়ার্থ যুদ্ধে নিহত ইংরেজ রাজা তৃতীয় রিচার্ডের খুলি ও চোয়াল পাওয়া গেছে। এই খুলি আর চোয়াল পরীক্ষা করে রাজার নৃশংস মৃত্যুর রহস্য নতুন করে উন্মোচন করতে সমর্থ হয়েছেন পরীক্ষকরা।



গবেষকরা জানান, রণক্ষেত্রে নিহত রাজার অস্থি গবেষণা করে দেখা গেছে তার মাথার খুলি ও চোয়ালকে অত্যন্ত বাজেভাবে আঘাত করা হয়েছিল।

গবেষণা থেকে আরও জানা গেছে, রাজাকে আহত করতে ব্যবহৃত অস্ত্রটি এতোটাই ভারী ছিল যে তা মুকুটসহ রাজার মাথায় অস্ত্র বিঁধে যায়।

গবেষকরা জানান, রণাঙ্গনে রাজা তৃতীয় রিচার্ড বেশ উদ্বিগ্ন ও ভয়ার্ত ছিলেন। প্রচণ্ড মানসিক চাপে দাঁতে দাঁত ঘষেছিলেন তিনি। ঠিক এমনটিই উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়রের গদ্যে।

গবেষণার সহযোগী ও লন্ডনের দন্ত চিকিৎসক ডা. অমিত রাই বলেন, “তৎকালীন আধুনিক সমরাস্ত্র দিয়ে তিনি এমনভাবে আঘাত প্রাপ্ত হন যে, তার মস্তকের নিম্নাংশও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন। ”

তিনি বলেন, “রণাঙ্গনে রাজমুকুট পরে অবতীর্ণ হওয়ায় তৃতীয় রিচার্ডকে চিহ্নিত করতে শত্রুদের সহজ হয়। ”

এই কঙ্কাল খুঁজে পাওয়ার পর রাজার জীবিত বংশধরদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটা যে রাজা তার কঙ্কাল তা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ইংরেজ শাসনের সিংহাসন ধরে রাখার লড়াইয়ে ১৪৮৫ সালে সংঘটিত বোসওয়ার্থের যুদ্ধে মারা যান রাজা তৃতীয় রিচার্ড। তিনি হাউস অফ ইয়র্কের সর্বশেষ রাজা এবং প্ল্যান্টাজেনেট রাজবংশের সর্বশেষ বংশধর ছিলেন।

বাংলাদেশ: ১৬৪৫ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।