ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিশুর হাতে রাইফেল: ভাইয়ের গুলিতে বোন খুন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, মে ২, ২০১৩
শিশুর হাতে রাইফেল: ভাইয়ের গুলিতে বোন খুন!

ঢাকা: অনেক মর্মান্তিক আঘাতের পরও আগ্নেয়াস্ত্র প্রীতি কমছে না মার্কিনিদের। কমাতো দূরের কথা বরং এতটাই বেড়ে চলেছে যে নিজের অবুঝ শিশু সন্তানটির হাতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে রাইফেল।

এ ধরনের লোমহর্ষক উপহারের মর্মান্তিক প্রতিদানতো পেতেই হবে। যেমনটি পেল ক্যালিফোর্নিয়ার এক পরিবার।

বুধবার মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ৫ বছরের একটি শিশুকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয় একটি .২২ ক্যালিবার রাইফেল। আর এটি দিয়ে খেলাচ্ছলে ২ বছর বয়সী বোনকে গুলি করে সে।

উত্তর ক্যালিফোর্নিয়ার কাম্বারল্যান্ড কাউন্টির পুলিশ জানায়, কেন্টাকির বাড়ি থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার ময়নাতদন্তকারী দলের সদস্য গ্যারি হোয়াইট স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, “মারা যাওয়া মেয়ে শিশুটির নাম ছিল ক্যারোলাইন স্টার্কস। ”

তিনি বলেন, “ঘটনার সময় শিশুদের মা তখন বাড়ির কাজ করছিলেন। হঠাৎ রাইফেলের আওয়াজ শুনে ঘরে ঢুকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করেন তিনি। ”

গত বছর জন্মদিনে ছেলে শিশুটিকে এ রাইফেল উপহার দেওয়া হয়। গ্যারি বলেন, “খেলাচ্ছলে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয় বোনটি। ”

গত মাসেও যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ঠিক একই ধরণের মর্মান্তিক ঘটনা ঘটে। খেলাচ্ছলে ছয় বছর বয়সী একটি শিশু চার বয়সী প্রতিবেশি আরেকটি শিশুকে গুলি করে। আহত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।