ঢাকা: চাকরি ক্ষেত্রে নারীদের সুযোগ সৃষ্টি করতে পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, নারীদের কর্মসংস্থান বাড়াতে নারী মার্কেটগুলোতে পুরুষদের চাকরির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে সরকার।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের হিসেবে মতে প্রায় ৮৫ শতাংশ সৌদি নারী বেকারত্বের শৃঙ্খলে বন্দি। সরকারের পরিকল্পনা অনুসারে এ ধরনের আইন বাস্তবায়ন হলে কয়েক হাজার নারী বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবেন। এছাড়া, এ আইন বাস্তবায়ন হলে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও নারী মার্কেট প্রতিষ্ঠার দিকে জোর দেবে যাতে নারী বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে কমে যাবে।
সংবাদপত্রগুলো জানায়, ইতোমধ্যে বেশ কিছু কোম্পানি ও মার্কেট যোগ্য নারী প্রার্থী সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
তবে, এ ধরনের আইন বাস্তবায়ন হলে নারী মার্কেটে চাকরিরত বিক্রয়-সহকারী ও হিসাবরক্ষক পুরুষ কর্মীদের চরম মাশুল গুনতে হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর