ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় দুর্ভিক্ষে ‘দুই লাখ ৬০ হাজার’ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, মে ২, ২০১৩
সোমালিয়ায় দুর্ভিক্ষে ‘দুই লাখ ৬০ হাজার’ মৃত্যু

ঢাকা: ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দুর্ভিক্ষে মধ্য-পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ সোমালিয়ায় প্রায় দুই লাখ ৬০ হাজার লোক মারা গেছে। এদের মধ্যে আবার অর্ধেকেরও বেশি শিশু এবং তাদের বয়স পাঁচ বছরের কম।



জাতিংঘের খাদ্য সংস্থার (ফাও) এক জরিপে বৃহস্পতিবার দেশটির দুর্ভিক্ষের এই ভয়াবহ তথ্য উঠে আসে।

দেশটিতে এর আগেও ১৯৯২ সালে দুর্ভিক্ষ হানা দেয়।   সেই দুর্ভিক্ষে অন্তত দুই লক্ষ ২০ হাজার মানুষ মারা যায়।

তবে, ২০১০ থেকে ২০১২ সালের এই দুর্ভিক্ষই সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে ভয়ংকর রেকর্ড গড়েছে।

সংবাদ মাধ্যম বলছে, অব্যাহত খরা ও দেশটিতে ক্ষমতার জন্য দুই পক্ষের সংঘাতের কারণেই এই ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক স্মালদার্রস সংবাদ মাধ্যমকে বলেন, “আধুনিককালে মানুষ বিয়োগাত্মের এই ঘটনা সত্যিই সীমা লঙ্ঘন করেছে। আমাদের জরিপের অতীত সকল রেকর্ড ভেঙ্গেছে এখানকার মৃত্যুর হার। ”

তিনি গত পঁচিশ বছরের মধ্যে সোমালিয়ার এই দুর্ভিক্ষকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।