ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধান বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
দেশটির সংবাদ মাধ্যম বলছে, নির্বাচনের সপ্তাহখানেক আগে এ ধরনের কৌশলী বক্তব্য দিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, “বেনজির পুনরায় ক্ষমতায় আসছেন এ নিয়ে যারা চিন্তিত ছিলেন তারাই সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করেছেন এ ব্যাপারটি পরিষ্কার। ”
তবে যেটা দাবি করছেন তার পক্ষে কোনো অকাট্য প্রমাণ আছে কিনা এ ব্যাপারে কিছু বলতে পারেননি ইমরান।
বেনজির ভুট্টো হত্যা মামলাটি বর্তমানে রাওয়ালপিণ্ডির একটি সন্ত্রাস-বিরোধী আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অবশ্য ইমরানের এই দাবি জাতিসংঘের তদন্ত কমিশন ও যুক্তরাজ্যের ‘স্কটল্যান্ড ইয়ার্ড’র তদন্ত প্রতিবেদনের সম্পূর্ণ বিরোধী।
২০০৮ সালের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চলাকালে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে সন্ত্রাসী হামলায় নিহত হন জুলফিকার আলী ভুট্টো তনয়া বেনজির।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর