ঢাকা: সুদানের দারফুরে একটি স্বর্ণ খনি ভেঙে অন্তত ৬০ শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে।
আহমেদ আমর বলেন, “উত্তর দারফুরের জেবেল আমির এলাকার খনিটির মালিকানা নিয়ে এই অঞ্চলের দু’টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে জানুয়ারিতে এটি বন্ধ করে দেওয়া হয়। তবে সম্প্রতি এটিকে আবার খুলে দেওয়া হয়। ”
তবে ওই এলাকার একজন সংসদ সদস্য জানিয়েছেন, গত সোমবার দুর্ঘটনা ঘটলেও সুদানের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে খবর পৌঁছেছে বৃহস্পতিবার।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে বলেন, “দুর্ঘটনার পর উদ্ধার অভিযান ব্যর্থ হওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে গেছে। ”
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর