ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কংগ্রেসে যোগ দিচ্ছেন জয়াপ্রদা!

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, মে ২, ২০১৩

কলকাতা : সমাজবাদী পার্টির টিকিটে দুবার উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু অমর সিংহের সঙ্গে মুলায়ম সিংহ যাদবের পার্টি ছেড়েছেন।



এবার জয়া প্রদা কি কংগ্রেসে যোগদান করছেন ? বলিউড থেকে রাজনীতিতে আসা অভিনেত্রীর সঙ্গে গত সপ্তাহে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বৈঠককে কেন্দ্র করে এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

এও শোনা যাচ্ছে যে, জয়া প্রদা এবার নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে ফিরছেন এবং সেখানকার কোনও কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ২০১৪-র সাধারণ নির্বাচনে লড়তে পারেন।

কিছুদিন ধরেই ঘনিষ্ঠ মহলে তাঁকে বলতে শোনা যাচ্ছে, আমি অন্ধ্রের রাজনীতিতে ফিরছি কোন দলে যোগ দেব, তা শিগিগিরই জানাব।

বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।