ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তেহরান সফরে সালমান খুরশিদ

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মে ৩, ২০১৩

কলকাতা: দু‘বছর পর ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠক বসতে চলেছে তেহরানে। শুক্রবার তাতে যোগ দিতে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।



এই সফরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনার পাশাপাশি তেহরানে রফতানি বাড়ানো নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করবে নয়াদিল্লি।

কথা হবে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও। আগামী বছর কাবুল থেকে সেনা পুরোপুরি সরিয়ে নিচ্ছে আমেরিকা। সে দেশের উন্নয়নে কীভাবে যৌথ ভাবে এগোনো যায়, তা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।