ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার জম্মু কারাগারে আক্রান্ত পাক বন্দি কোমায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মে ৩, ২০১৩
এবার জম্মু কারাগারে আক্রান্ত পাক বন্দি কোমায়

ঢাকা: এবার ভারতের জম্মু কারাগারে এক পাকিস্তানি বন্দির ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েদিরা। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর সানাউল্লাহ নামের ওই বন্দি দ্রুত কোমাচ্ছন্ন হয়ে পড়েন।



ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৯৯৯ সালে জঙ্গিবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৫২ বছর বয়সী এই পাকিস্তানি আসামিকে চন্ডিগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর হামলাকারী ব্যক্তি উত্তরখণ্ডের একটি হত্যা মামলার আসামি।

কারা কর্তৃপক্ষ জানায়, হামলাকারী লোকটি পাকিস্তানি বন্দির মাথায় হাতুড়ি মারাত্মক আঘাত করে, তারপর তিনি কোমায় চলে যান।

জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকার এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং কারা প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার পর ভারতের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় দুই শতাধিক পাকিস্তানি আসামির নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাকিস্তানের কারাগারে আক্রান্ত ভারতীয় বন্দি সর্বজিতের মৃত্যুর জের ধরে এ হামলা চালানো হতে পার।

এর আগে, বুধবার মধ্যরাত দেড়টার দিকে লাহোরের জিন্না হাসপাতালে মৃত্যু হয় ভারতীয় বন্দি সর্বজিত সিংয়ের।

লাহোর ও মুলতানে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত সর্বজিত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলেন। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গত শুক্রবার লাহোরের কোট লাখপত ‍কারাগারে সর্বজিতের ওপর হামলা চালায় ছয় পাকিস্তানি বন্দি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিন্না হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দ্রুত কোমাচ্ছন্ন হয়ে পড়েন তিনি। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সর্বজিতকে ভারত পাঠানোর অনুমতি চেয়ে পাকিস্তান সরকারকে বার বার অনুরোধ জানায় নয়াদিল্লি। কিন্তু কূটনৈতিক জটিলতায় তাতে  সাড়া দেয়নি ইসলামাবাদ।

সর্বজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিনি এ হামলার জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানান। এছাড়া, সর্বজিতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা ও সান্ত্বনা জানান কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধে।

সর্বজিতের মৃত্যু নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।

এ দিকে আজ যথাযোগ্য রাষ্ট্রিয় মর্যাদায় নিহত সর্বজিতের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।