ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু

বোগোতা: কলম্বিয়ার মেডেলিন শহরে ভূমিধসে অন্তত ৫০ জন মাটি চাপা পড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।



দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা জানান, তারা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, টুকরো টুকরো পাথরের নিচে চাপা পড়া একটি উদ্ধার করা হয়েছে।

কলম্বির্য়া আন্দেস অঞ্চলে ভূমিধসে ঘটনা প্রায়ই ঘটে। সাম্প্রতিক ঘটনাটি গত চার দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে ঘটেছে।

এদিকে, রেডক্রস জানিয়েছে চলতি বছর বৃষ্টিপাতের কারণে ১৭৬ জন মারা গেছে এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। উত্তর মেডেলিনের বেল্লোর লা গ্যাব্রিয়েলা অঞ্চলে রোববার গ্রিনিচ সময় ১৯০০টায় ভূমিধসের ঘটনা ঘটে।

মেডেলিন থেকে বিবিসির সংবাদদাতা জেরেমি ম্যাকডারমট জানান, স্থানীয় লোকজন মাটিচাপা পড়া জীবিত লোকজনকে উদ্ধার করতে খালি হাতইে মাটি খুঁড়তে শুরু করেছে। আন্তিওকুইয়া প্রদেশের দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত লা গ্যাব্রিয়েলা অঞ্চলে একটি বিরাট ভূমিধসের ঘটনা ঘটে। জরুরি বিভাগের কর্মীরা সেখানে পৌঁছেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জন রেনডন বলেন, ‘প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছে। তবে এ সংখ্যাটা আরও বেশি হতে  পারে। ’

তিনি বলেন, ‘এ ভূমিধসে অন্তত ৫০টা বাড়ি মাটিচাপা পড়েছে। ’ রেডক্রসের কর্মী সিজার উরুয়েনা বলেন, দুই শতাধিকেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা কেবল আটলান্টিক উপকূলের ওপর দিয়ে গেছে তা না, পুরো জন্যই তা অতি বিয়োগান্তক। আমাদের অনুমান অনুযায়ী প্রায় ২০ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।