ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘মৃত্যুর’ ১১ বছর পর ফিরলেন ব্রেন্ডা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মে ৩, ২০১৩
‘মৃত্যুর’ ১১ বছর পর ফিরলেন ব্রেন্ডা!

ঢাকা: ‘মৃত’ ঘোষণার ১১ বছর ফিরে এলেন মার্কিন নাগরিক ব্রেন্ডা হেইস্ট। ১১ বছর আগে রহস্যজনকভাবে উধাও হয়ে যান তিনি।

অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ১১ বছর পর ফিরে পুলিশ কার্যালয়ে উপস্থিত হন ব্রেন্ডা।

মার্কিন সংবাদ মাধ্যম জানায়, মানসিকভাবে অসুস্থ ৫৪ বছর বয়সী ব্রেন্ডা পেনিসিল্ভানিয়া’র লিটিটজ শহরের উপকণ্ঠ থেকে ২০০২ সালে নিখোঁজ হন। নিজের দুই শিশু সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যায়নি। লিলিটজ শহরের পুলিশ জানায়, স্থানীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে আমরা নিশ্চিত হয়েছি যে, ইনিই সেই ব্রেন্ডা।

সংবাদ মাধ্যম আরও জানায়, বিবাহ-বিচ্ছেদ ও আর্থিক সমস্যা নিয়ে ব্যাপক হতাশাগ্রস্ত ছিলেন ব্রেন্ডা। এক পর্যায়ে তিনি মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন।

লিটিটজ শহর পুলিশের গোয়েন্দা কর্মকর্তা সার্জেন্ট জন শেফিল্ড সংবাদ মাধ্যমকে বলেন, স্থানীয় ও কেন্দ্রিয় আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপকভাবে তদন্ত চালালেও নিখোঁজ ব্রেন্ডার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

ব্রেন্ডার মেয়ে মরগান সংবাদ মাধ্যমকে জানান, “মা খুব রাগান্বিত ছিলেন, তার মাঝে মিশ্র অনুভূতি কাজ করতো। ”

মরগান বলেন, “আমরা তাকে অনেক খুঁজেছি, মিস করেছি। কারণ, তিনি আমাদের মা”।

উল্লেখ্য, ব্রেন্ডা যখন নিখোঁজ হন মরগান তখন মাত্র নয় বছরের শিশু ছিলেন। বর্তমানে মরগান একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

বাংলাদেশ: ১৪৩৯ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।