ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের নিন্দায় আজমির দরগা প্রধান

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, মে ৩, ২০১৩

কলকাতা : ভারতের আজমির দরগা প্রধান দিওয়ান জয়নুল আবেদিন আলি খান দাবি করেছেন, সর্বজিতের মৃত্যুর ঘটনার জন্য  আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে ভারত সরকারকে।

খাজা মইনুদ্দিন চিস্তির দরগার প্রধানের মতে, গোটা ঘটনাই পাক গুপ্তচর সংস্থা আই এস আইয়ের ষড়যন্ত্র।

আই এস আইয়ের লক্ষ্য ভারতের সম্প্রীতি বিনষ্ট করা। কিন্তু ভারতের আপামর জনগণ ঐক্যবদ্ধ থেকেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে। ইসলামিক দেশ হিসাবে পাকিস্তানে সর্বজিৎ সিংকে যেভাবে খুন করা হয়েছে, তা ইসলাম-বিরোধী, ঘৃণ্য। এই ঘটনায় বিশ্বের দরবারে ইসলাম ধর্মকে কালিমালিপ্ত করেছে পাকিস্তান।

বাংলাদেশ সময় : ১৩০৩ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।