ঢাকা: পাকিস্তানের লাহোর কারাগারে হামলায় নিহত ভারতীয় নাগরিক সরবজিতের অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার সম্পন্ন হয়েছে। সরবজিতের নিজ গ্রাম পাঞ্জাবের ভিকহিউইন্ডে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
ভারতীয় সাধারণ নাগরিকের পাশাপাশি সরবজিতের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধীর মতো শীর্ষ রাজনীতিকরাও।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল শেষকৃত্যনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া নিহত সরবজিতের পরিবারকে আর্থিক সহায়তার সঙ্গে তার বোনদের সরকারি চাকরি দেওয়ারও ঘোষণা দেন।
এছাড়া সুখবির বাদল, প্রতাপ সিং বাজওয়া, রাজ কুমরা ভার্কা, কামাল শর্মাসহ বিজেপি, কংগ্রেস ও এসএডি’র বহু নেতা শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে এককাতারে দাঁড়ান।
১৯৯০ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত এলাকা থেকে সরবজিতকে গ্রেফতার করে। গুপ্তচরবৃত্তি ছাড়াও ১৯৮৯ সালে লাহোর ও মুলতানে বোমা হামলার অভিযোগে অভিযুক্ত হন। রায়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে পাকিস্তানের আদালত। দীর্ঘ ২২ বছর ধরে তিনি লাহোর কারাগারে বন্দি ছিলেন।
গত শুক্রবার লাহোর কারাগারে ছয়জন পাকিস্তানি বন্দি দ্বারা অকস্মাৎ হামলার শিকার হন সরবজিত। উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার মধ্যরাতে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর