ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে পোশাক, জার্মান কোম্পানির বিস্ময়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ৩, ২০১৩
ধ্বংসস্তূপে পোশাক, জার্মান কোম্পানির বিস্ময়!

ঢাকাঃ একটি জার্মান পোশাক কোম্পানির পোশাকের নমুনা (টেক্সটাইল স্যাম্পল) গত সপ্তাহে ধসে পরা সাভারের রানা প্লাজার গার্মেন্টসের ধ্বংসস্তূপে পাওয়া গেছে।

বৃহস্পতিবার জার্মানির অললাইন ভিত্তিক সংবাদ মাধ্যম স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের অভ্যন্তর থেকে কিক ব্র্যান্ডের টি-শার্ট এবং টপস উদ্ধার করে।

টি-শার্ট ও টপসের মোড়কের ওপর ‘ওকে’ লেখা ছিল।

রানা প্লাজায় নিউ ওয়েভ বটমস, ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম ট্যাক ও ইথার টেক্সটাইল লিমিটেডসহ ৫টি পোশাক কারখানা ছিল। এসব কারখানায় যুক্তরাষ্ট্রের চিলডেন’স প্লেস, বেনেটন, ক্যাটো ফ্যাশনস, ম্যাঙ্গো, ব্রিটেনের প্রাইমার্ক, কানাডার লোব্ল-এর মতো বিখ্যাত ব্যান্ডগুলো। এছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াল-মার্টের নামও এসেছে। আর সর্বশেষ জানা গেল জার্মানির কিকের নাম।

জার্মান পোশাক কোম্পানিটি জানিয়েছে, “আমরা বিস্মিত, হতবাক ও মর্মাহত। ”  

রানা প্লাজার ‍কারখানাগুলোর সঙ্গে তাদের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক ছিল না বলে দাবি করেছে কোম্পানিটি।

কিকের মুখপাত্র বিটরিস ভোলকেনান্দট জানান, কোম্পানিটি এখন তদন্ত করছে কিভাবে এই কোম্পানির লেভেল ও পোশাক রানা প্লাজায় পাওয়া গেল।

অতীতে কিক ফ্যাশন হাউসের পোশাক বাংলাদেশ এবং পাকিস্তানে কারখানার আগুনে উদ্ধার হওয়ায় প্রতিষ্ঠানটি অনেক সমালোচিত হয়।

বাংলাদেশ সময়ঃ ১৭৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banlanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।