ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জীবননাশের আশঙ্কায় পাকিস্তান ছাড়লেন বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মে ৩, ২০১৩
জীবননাশের আশঙ্কায় পাকিস্তান ছাড়লেন বিলাওয়াল

ঢাকা: জীবনের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন পাকিস্তান পিপল পার্টি (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো। সুতরাং ১১ মে অনুষ্ঠেয় পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন উপস্থিত থাকতে পারছেন না বিলাওয়াল।

এছাড়া নির্বাচনের আগে পিপিপি’র হয়ে আর কোন সভা বা র‌্যালিতে যোগ দিতে পারছেন না তিনি।

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির পুলিশ জানায়, শুক্রবার সকালে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামাবাদের জি-৯ এলাকায় মোটর সাইকেল আরোহী অজ্ঞাত দুই বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া এ ঘটনায় একজন নারীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেহমান আলী।
কৌঁসুলি চোধুরী জুলফিকারকে অনেকদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান রেহমান।

তাছাড়া দেশটিতে একের পর এক নির্বাচনী প্রার্থী হত্যা চলছেই। এমন পরিস্থিতির মধ্যেই নির্বাচনের আগে পিপিপি থেকে অব্যাহতি নিলেন বিলাওয়াল।

পিপিপি নেতা তাজ হায়দার জানান, বিলাওয়ালকে অব্যাহত হত্যার হুঁমকির প্রেক্ষিতে আমরা তাকে নির্বাচনী প্রচারণার কাজ থেকে বিরত থেকে দেশ ত্যাগে উপদেশ দেই। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যেই বেনজিরকে হারিয়েছি। এখন আর বিলাওয়ালকে হারানোর ঝুঁকি নিতে চাচ্ছি না।   তাঁকে প্রাণনাশের হুঁমকি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

তবে পাকিস্তান ত্যাগ করে বিলাওয়াল এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তা বলতে নারাজ তাজ। সূত্র বলছে, এ সপ্তাহের শুরুর দিকে বিলাওয়াল পাকিস্তান ত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।