ঢাকা: সুদানের পশ্চিমাঞ্চলের প্রদেশ দারফুরে সাম্প্রদায়িক দাঙ্গায় ১৩৭ জনেরও বেশি লোক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে।
শুক্রবার স্থানীয় বেনি হালবা সম্প্রদায়ের একজন নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “গত রাত পর্যন্ত দাঙ্গা চলছিল। এ দাঙ্গায় অামাদের পক্ষের (বেনি হালবা সম্প্রদায়) ৩৭ জন নিহত হয়েছে। ” এছাড়া অপরপক্ষ গিমির সম্প্রদায়ের অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানান তিনি।
তবে এ ব্যাপারে গিমির সম্প্রদায়ের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেনি হালবা সম্প্রদায়ের ওই নেতা আরও বলেন, “দক্ষিণ সুদানের রাজধানী ন্যয়ালা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের এদ আল-ফুরসান শহরে জমি দখলকে কেন্দ্র করে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। ”
তিনি দাবি করেন, “এই জমিটি আমাদের, কিন্তু তারা (গিমির সম্প্রদায়) এই এলাকায় জোর করে বসতি স্থাপন করে বসবাস করছে। ”
সুদানের সরকারি মানবাধিকার কমিশনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, দক্ষিণ দারফুরে নতুন করে গিমির ও বেনি হালবা সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানাতে পারেনি কোনো সংস্থাই।
তবে, বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক একটি সাপ্তাহিক বুলেটিনে ওসিএইচএ জানায়, এ অঞ্চলে নতুন করে অস্থিরতায় প্রায় ২০০০ লোক বাস্তুহারা হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর