ঢাকা: ইন্টারনেট জায়ান্ট গুগল তার ফিলিস্তিন সংস্করণের প্রচ্ছদ পাতার ট্যাগ লাইনটি পরিবর্তন করেছে। এখন থেকে ‘ফিলিস্তিন ভূখণ্ড’-এর পরিবর্তে শুধু ‘ফিলিস্তিন’ শব্দটি দেখা যাবে সন্ধান বক্সের ওপর লেখা গুগুলের নিচে।
www.google.ps-এই অ্যাড্রেসে গুগুলের প্রধান লোগের নিচে আরবি ভাষায় থাকবে ‘ফিলিস্তিন’ শব্দটি। কোনো স্বাধীন দেশের সংস্করণের ক্ষেত্রে প্রচ্ছদ পাতায় গুগলের লোগোর নিচে দেশটির নাম থাকে।
তবে এ বিষয়ে গুগলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিন না ফিলিস্তিন ভূখণ্ড তা নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। এখনও জাতিসংঘের পূর্ণ সদস্যের স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। ২০১২ সালের নভেম্বরে জাতিসংঘ দেশটিকে ‘অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা দেয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা জানায়।
২০১১ সালে পূর্ণ সদস্যের মর্যাদা পেতে জোর তৎপরতা চালায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস। কিন্তু নিরাপত্তা পরিষদের কিছু সদস্যের বিরোধিতার কারণে তা ব্যর্থ হয়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০৩, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@bangalnews24.com