ঢাকা: সিরিয়ায় ৪০ জনকে হত্যা করা করেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষন সংস্থা জানায়, বৃহস্পতিবার বানিয়াস বন্দরের কাছে আল বায়দা এলাকায় ওই ৪০ জনকে জবাই করে হত্যা করা হয়।
সংস্থাটি জানায়, ‘শাবিহা’ নামে পরিচিত সরকারি বাহিনী এই হত্যার নেতৃত্ব দেয়।
একটি অনলাইন ভিডিওতে সাতটি রক্তমাখা মৃতদেহ দেখা যায়। কিন্তু রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ সম্পর্কে কোন মন্তব্য করেনি।
এই হত্যাকে ‘বড় মাপের গণহত্যা’ উল্লেখ করে বিরোধী দল এর জন্য সরকারকে দায়ী করেছেন।
ন্যাশনাল কোয়ালিশন এক বিবৃতিতে বলে, সিরিয়া সংকটে এখনই বিশ্বকে হস্তক্ষেপ করে আসাদ সরকারের ঘৃণ্য অপরাধের অবসান ঘটানো উচিত।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সিরিয়ায় সঙ্কট উত্তরণে সম্ভাব্য সকল পথই ব্যবহার করা হবে।
এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চাক হেগেল জানান, ওয়াশিংটন বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার বিষয়টি পুনরায় ভাবছে।
ওবামা এক বিবৃতিতে সিরিয়া প্রসঙ্গে তড়িঘড়ি করে কোন সিদ্ধান্তে যাবেন না বলে ইঙ্গিত দেন।
তিনি এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে সিরিয়া বিষয়ে সিদ্ধান্ত নিতে চান যখন দেশটিতে বিরুদ্ধে বড় কোন অভিযানে গেলেও পরিস্থিতির অবনতি হবে না।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর