কলকাতা : আকাশপথে যাত্রী বোঝাই বিমান অটো-পাইলট মোড’ করে ককপিটে দুই বিমানসেবিকাকে নিয়ে দীর্ঘক্ষণ সময় কাটানোর অভিযোগে সাসপেন্ড হলেন এয়ার ইণ্ডিয়ার দুই পাইলট।
১২ এপ্রিল ব্যাঙ্কক থেকে দিল্লি যাওয়ার পথে যাত্রী বোঝাই এয়ার ইণ্ডিয়ার বিমানটি যেকোনও মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারত বলে অভিযোগ।
ওই দুই বিমানসেবিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। জেরায় তাঁরা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক এবং তাদের সঙ্গে দুই পাইলটও ছিলেন।
বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: এসএস