কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আগামী ১৫ মে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবস্থিত চিনা প্রদর্শনশালা খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য।
পাশাপাশি ৮ মে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করছেন রাজ্যপাল এম কে নারায়ণন।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন ‘সাম্মানিক ডিলিট’ উপাধি প্রদান করা হবে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হরিপ্রসাদ চৌরাসিয়া এবং চিত্রশিল্পী মনু পারেখকে।
অন্যদিকে ১৫ মে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বহুদিন ধরে তৈরি হয়ে থাকা চীনা সংগ্রহশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও চীনা কনস্যুলেট জেনারেল।
গতবছরের মতো এবছরেও ১২ থেকে ১৪ মে কবিস্মরণে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে রবীন্দ্রভারতীর বিভিন্ন বিভাগের সঙ্গে রাজ্যসরকারের পর্যটন বিভাগ। এছাড়া ১১ মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কবিস্মরণ অনুষ্ঠানে শামিল হচ্ছে রবীন্দ্রভারতী সোসাইটি।
উপাচার্য জানান, চীনা সংগ্রহশালাটির উদ্বোধন বিভিন্ন কারণে পিছিয়ে যায়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরকালে লেখা বেশকিছু চিঠি, প্রবন্ধ, ব্যবহৃত জিনিস ও আঁকা ছবি প্রদর্শিত হবে।
সাংহাইয়ের প্রদর্শনশালা ও রবীন্দ্রভারতীর নিজস্ব প্রদশর্নশালা থেকেও বেশ কিছু দুর্মূল্য দ্রব্য এই সংগ্রহশালায় রাখা হবে বলে জানিয়েছেন রবীন্দ্রভারতীর উপাচার্য।
বাংলাদেশ সময় : ১২০৩ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর