ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রকাশিত হল বঙ্গবিভূষণের তালিকা

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, মে ৪, ২০১৩

কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০১৩ সালের বঙ্গবিভূষণ সম্মানের তালিকা ঘোষণা করল। এবারের এই সম্মানের তালিকায় উল্লেখযোগ্যভাবে স্থান করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।



পাশাপাশি ওই তালিকায় রয়েছেন- সৌমিত্র চট্টোপাধ্যায়, পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, গুরুবক্স সিং, সাবিত্রী চট্টোপাধ্যায়, নির্মলা মিশ্র, সুবীর সেন, তুলসীদাস বলরাম।
    
অন্যদিকে বঙ্গরত্ন সম্মানের তালিকা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে ওই তালিকায় সম্ভাব্য যে সমস্ত নাম উঠে আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- লিয়েন্ডার পেজ, দিব্যেন্দু বড়ুয়া, মান্তু ঘোষ এবং ঝুলন গোস্বামী।
    
এই সম্মান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘জাতীয় স্তরে আগেই এই ধরনের পুরস্কার পেয়েছি। আলাদা করে আর এই পুরস্কারের প্রয়োজন ছিল না। ’

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।