ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৬৯ বর্গ কিলোমিটার এলাকা। দাবানল নিয়ন্ত্রণে আনতে তিন হাজারের বেশি অগ্নিনির্বাপনকর্মী চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির দমকল বাহিনী।
কামারিলোর কাছে সূত্রপাত হওয়ার পর শুক্রবার সকাল থেকে বসন্ত দাবানলের তিনগুণ আকার ধারণ করেছে। ডজন সংখ্যক বাড়ি পুড়ে গেছে এবং আরও চার হাজার বাড়ি পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর কর্মীরা আকাশ থেকে পানি ও আগুনের বিস্তাররোধ করে এমন পদার্থ ফেলছে আগুনে।
তথাকথিত এই বসন্ত আগুন লস এঞ্জেলসের উত্তর-পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছে গেছে যাতে পুড়ে যেতে পারে হাজার হাজার ঘর-বাড়ি। চলতি বছর অগ্নিনির্বাপণকর্মীরা ৬৮০টিরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনে।
ভেনচুরা কাউন্টির দমকল বাহিনীর মুখপাত্র বিল নাশ দাবানলকে ‘বাজে আবহাওয়ার দৃশ্যকল্প’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “সঠিক আবহাওয়ায় আমরা আশা করতাম যে বাতাস চলে যাবে, কিন্তু বায়ু চার দিকে ঘুরছে। ”
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com