ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চিট ফাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ রাহুলের

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, মে ৪, ২০১৩
চিট ফাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ রাহুলের

কলকাতা : চিট ফান্ড নিয়ে সিবিআইয়ের তদন্তের দাবিতে রাহুল গান্ধী শুক্রবার প্রদেশ কংগ্রেসকে আন্দোলনের নির্দেশ দিলেন। পশ্চিমবঙ্গের লোকসভার ছয় জন এবং রাজ্যসভার সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য‘র সঙ্গে রাহুল গান্ধী বৈঠক করেন।



এই বৈঠকে তিনি প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস সভানেত্রী মৌসম নূরকে অবিলম্বে রাজপথে নেমে আন্দোলনের নির্দেশ দেন। কোন এক সময়ে তিনি পশ্চিমবঙ্গ সফর করবেন বলেও জানান। এই বৈঠকে প্রদীপ ভট্টাচার্য এআইসিসি সহ-সভাপতির কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনপাতার একটি রিপোর্ট দেন।

তিনি প্রদেশ কংগ্রেসকে এও জানিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে না।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করা দরকার। যে ইস্যুতে আন্দোলন করলে মানুষের আস্থা ফেরানো যাবে তাই করতে হবে।

প্রদেশ কংগ্রেসের রিপোর্টে বলা হয়েছে, ২০০৬-০৭ সালে বামফ্রন্টের সময় থেকেই চিট ফান্ডের রমরমা। প্রায় কুড়ি হাজার কোটি টাকা এর মাধ্যমে সাধারণ মানুষের থেকে সংগৃহীত হয়েছে। বিনিয়োগকারীরা এ অর্থ ফেরত পাবেন না বলেই তাঁদের আশঙ্কা। তৃণমূল কংগ্রেসের কিছু নেতা এদের মদত দিয়েছেন।


বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।