ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনের সুখী ব্যক্তি নীল চোখের অধিকারী স্টিফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মে ৪, ২০১৩
ব্রিটেনের সুখী ব্যক্তি নীল চোখের অধিকারী স্টিফ

ঢাকা: ব্রিটেনের সবচেয়ে বেশি সুখী ব্যক্তিটির নাম স্টিভ। ৬০ বছর বয়সী এ শিক্ষক সুখী ব্যক্তি নির্বাচিত হয়েছেন জন্মগত সূত্রে, তিনি নীল রংয়ের চোখের মনির অধিকারী।



সম্প্রতি একটি জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, ব্রিটের সুখী ব্যক্তিরা খুব সম্ভবত নীল চোখের অধিকারী হয়ে থাকেন আর চশমা পড়েন। তাদের মাথায় চুলও থাকে কম। যাদের মাথায় চুল কম তারা তত বেশি সুখী।

জনপ্রিয় চকলেট উৎপাদনকারী কোম্পানি ক্যাডবেরির শাখা ক্যাডবেরি হিরোজ জরিপটি করেছে।

জরিপের তথ্যানুসারে বলা হয়েছে, স্টিভের রয়েছে ধূসর বর্ণের কাচাপাঁকা চুল। তার চোখ দুটো নীল কিন্তু চশমায় ঢাকা। তিনি পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করেন।

ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের নিয়ে করা জরিপে আরো দেখা গেছে, নারীদের মধ্যে টিনা এবং রেবেকা আর পুরুষদের মধ্যে গ্যারি এবং কৃশ বরাবরই বিষাদগ্রস্ত ও অসুখী। অন্যদিকে টম, ওয়েন্ডি আর ম্যারি স্টিভের মতই হাসি-খুশি আর প্রাণচঞ্চল।

গবেষকরা জানান, নারীদের তুলনায় পুরুষেরা অধিক সুখী। আর অবিবাহিতদের চাইতে বিবাহিত পুরুষ বেশি সুখী।

গবেষনায় আরো জানা গেছে, ৬০ থেকে ৭০ বছরের বয়োজ্যেষ্ঠরা ২০ বছরের তরুণদের তুলনায় বেশি সুখী হয়ে থাকেন।

উল্লেখ্য, ব্রিটেনের সাউথহেম্পটন, কার্ডিফ আর এডিনবার্গে সুখী মানুষের সংখ্যা বেশি। অপর দিকে নিউক্যাসেল, লিভারপুল আর নরউইচে অসুখী এবং দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা বেশি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৪,২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।