ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরিবকে খুনি বললেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মে ৪, ২০১৩
ইউরিবকে খুনি বললেন মাদুরো

ঢাকাঃ ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিভকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেছেন।

শুক্রবার মাদুরো অভিযোগ করেন, “ইউরিবে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।

ইউরিব একজন খুনি। ”

টেলিভিশনে দেওয়া ভাষণে হুশো শ্যাভেজের উত্তরসূরি বলেন, “আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে কে এই চক্রান্ত করছে। ”

ওই হত্যার ষড়যন্ত্রে ভেনেজুয়েলার ডানপন্থিরাও জড়িত বলে দাবি মাদুরোর। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানান নি তিনি।

হুগো শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো নির্বাচনে অল্প ব্যবধানে জয় লাভ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বাংলাদেশ সময়ঃ ১৪১৬ ঘণ্টা, মে ০৪ ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।