ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পালাটানা বিদ্যুৎ প্রকল্প এলাকায় কার্ফু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মে ৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): পালাটানা বিদ্যুৎ প্রকল্প এলাকায় কার্ফু জারি করেছে প্রশাসন। ওই এলাকায় অবৈধ বাড়ি-ঘর নির্মাণ করায় প্রশাসনের উদ্যোগে সেসব ভেঙ্গে দেয়া হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কার্ফু জারি করে প্রশাসন।

উদয়পুর মহকুমার পালাটানায় গড়ে উঠেছে ৭২৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। গোটা উত্তরপূর্বাঞ্চলের মধ্যে এখন এটিই সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। জুন মাসের মাঝামাঝি নাগাদ বাণিজ্যিকভাবে এই প্রকল্পটি চালু হওয়ার কথা।

এর মধ্যে প্রকল্পটি নিয়ে নতুন করে সমস্যা বাধতে শুরু করেছে। কিছু মানুষ গত কয়েক দিন ধরেই সব বাধা-নিষেধ উপেক্ষা করে বাড়ি-ঘর বানাতে থাকে প্রকল্পের জন্য সংরক্ষিত এলাকায়। শেষ পর্যন্ত শুক্রবার বিকালে মহকুমা প্রশাসনের উদ্যোগে ভেঙ্গে দেয়া হয় অবৈধ বাড়িঘর।

বাড়িঘর ভেঙ্গে দেয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় উদয়পুর মহকুমা ম্যাজিস্ট্রেট পালাটানা ও টি পি সি প্রকল্প এলাকায় ১৪৪ ধারা জারী করেন।

আদেশে জানানো হয়েছে, পালাটানা প্রকল্প এলাকার ৫০০ মিটার অঞ্চলের মধ্যে ৫ জন বা তার বেশি ব্যক্তি একসঙ্গে জমায়েত হতে পারবেন না।

কোন ধরনের মাইক বা স্বরবর্ধক শব্দ-যন্ত্র বাজানো যাবে না। আইন শৃঙ্খলা রক্ষায় কর্মীরা ছাড়া অন্য কোন ব্যক্তি লাঠি বা যে কোন ধরনের অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না।

এছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর,এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।