আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে ১০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে নতুন ব্যাঙ্ক শাখা খোলার জন্য। শনিবার এ খবর জানিয়েছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে ভর্তুকি, সামাজিক পেনশন, ষ্টাইপেন্ড ভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে সরাসরি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিকটবর্তী এলাকা থেকে ব্যাঙ্ক শাখার মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা পেতে রাজ্যের গ্রামীণ এলাকায় আরও ১০৭টি স্থান চিহ্নিত করা হয়। তার মধ্যে প্রাথমিকভাবে ৮০টি কেন্দ্রে ব্যাঙ্কগুলি তাদের শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে এসবিআই ও ইউবিআই মোট ২৭টি কেন্দ্রে আলট্রা স্মল ব্রাঞ্চ খুলেছে। অবশিষ্ট শাখাগুলি খোলা হলে গ্রামীণ এলাকায় ব্যাঙ্কের মোট শাখা হবে ২৯৬টি। রাজ্য বিধানসভায় বিধায়ক বাসুদেব মজুমদার এবং বিধায়ক সমীর দেব সরকারের এক দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে অর্থমন্ত্রী বাদল চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস