ঢাকা: ইরানের সুরক্ষিত পরমাণু ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় ‘বাঙ্কার বাস্টার’ বোমার সক্ষমতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনের বিশ্বাস, পেন্টাগনের সবচেয়ে বড় সনাতনী বোমা ‘ম্যাসিভ ওডন্যান্স পেনেইট্রেইটর’ (এমওপি) ইরানের ওপর ইসরায়েলের একরতফা হামলা চালানোর সম্ভাবনাকে ক্ষীণ করে তুলবে অন্ততপক্ষে চলতি বছর ও পরের বছরের জন্য।
আর এতে করে ওবামা প্রশাসন একটু সময় পাবে কূটনীতিক তৎপরতা জোরদার করার জন্য। শুধু তাই নয়, ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে কূটনীতিক প্রচেষ্ঠায় পশ্চিমাদের প্রভাবকে বাড়িয়ে দেবে বোমার সক্ষমতা বাড়ানোর বিষয়টি।
৩০ হাজার পাউন্ডের বিশালাকার এমওপি তেহরানের পবিত্র শহর কোমের কাছাকাছি মাটির গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধ ফোরদো স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
অতীতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক হামলা থেকে নিরাপদে ছিল ফোরদো স্থাপনা।
তবে ইরান ও ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। জেরুজালেম ইরানে হামলা চালানোর পক্ষে। আর ইরান বরাবরের মতো দাবি করে, তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগনের এমওপি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি মাঠি, পাথর ও কংক্রিট ভেদ করতে সক্ষম। আর এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
তবে এ পর্যন্ত বিমান থেকে এমওপিকে ফেলা হয়নি। এক সিনেটর জানিয়েছে, “আশা করছি আমাদের এর ব্যবহার করতে হবে না। যদি করতেই হয় তাহলে এটি ব্যবহার করা হবে। ”
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com