ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরিবকে খুনি বললেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ৪, ২০১৩
ইউরিবকে খুনি বললেন মাদুরো

ঢাকা: ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেছেন।

শুক্রবার মাদুরো অভিযোগ করেন, “ইউরিবে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।

ইউরিব একজন খুনি। ”

টেলিভিশনে দেওয়া ভাষণে হুশো শ্যাভেজের উত্তরসূরি বলেন, “আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে কে এই চক্রান্ত করছে। ”

ওই হত্যার ষড়যন্ত্রে ভেনিজুয়েলার ডানপন্থিরাও জড়িত বলে দাবি মাদুরোর। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানান নি তিনি।

হুগো শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো নির্বাচনে অল্প ব্যবধানে জয় লাভ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ০৪ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।