ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে পাকিস্তানি কয়েদি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, মে ৪, ২০১৩
ভারতে পাকিস্তানি কয়েদি মারা গেছেন

ঢাকা: ভারতের কারাগারে হামলার শিকার পাকিস্তানি কয়েদি মারা গেছেন। সম্প্রতি সানাউল্লাহ হক নামের নিহত ওই বন্দি ভারত শাসিত জম্মু-কাশ্মির কারাগারে অন্য কয়েদিদের দ্বারা হামলার শিকার হন।

চন্ডিগড় হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।

পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়, সানাউল্লাহ হকের মৃত্যুর বিষয়ে এখনও পাকিস্তানি বা ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এই বিষয়ে চন্ডিগড় হাসপাতালের চিকিৎসকরা ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় ব্রিফিং করবেন।

পাকিস্তানের কারাগারে বন্দি ভারতীয় গুপ্তচর সরবজিৎ হত্যাকাণ্ডের একদিন পর ভারতীয় কারাগারে বন্দি পাকিস্তানি সানাউল্লাহ’র উপর হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ‘সুস্পষ্ট প্রতিশোধমূলক’ হামলা বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৪ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।