ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাবলো নেরুদা ক্যান্সার আক্রান্ত ছিলেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মে ৪, ২০১৩
পাবলো নেরুদা ক্যান্সার আক্রান্ত ছিলেন!

ঢাকা: মৃত্যুর সময় চিলির নোবেল পুরস্কার জয়ী পাবলো নেরুদা ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। নেরুদার দেহাবশেষের প্রাথমিক পরীক্ষা শেষে এমনটি দাবি করলেন বিশেষজ্ঞরা।



১৯৭৩ সালে সামরিক অভ্যুত্থানের সময় বামপন্থি এ কবি নিহত হন। ওই অভ্যুত্থানের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয় জেনারেল অগাস্তো পিনোচেট।

গোয়েন্দা বাহিনী তাকে বিষ প্রয়োগে মেরেছে এমন অভিযোগ উঠার পর গত মাসে তার দেহাবশেষ কবর থেকে তোলা হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা  হয়, নেরুদার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। সরকারি এ দাবিকে আরও শক্তিশালী করল বিশেষজ্ঞদের মন্তব্য।

তবে চিলির কমুউনিস্ট পার্টির আইনজীবী ইদুয়ারদো কনত্রিরাস জানিয়েছেন, এমন সিদ্ধান্ত পৌঁছানো খুবই আগাম হয়ে গেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বিষবিদ্যার (টেক্সিকোলজি) পরীক্ষার পর মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।

তিনি বলেন, “নেরুদার ক্যান্সার ছিল-এটা কোনো খবর নয়। এটা যৌক্তিক যে তার হাড়ের এক্স-রে রিপোর্টে দেখা গেছে ক্যান্সার ছিল। ”

চিলির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট স্যালভাদর অ্যালান্দের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেরুদা। পিনোচেটের নেতৃত্বাধীন অভ্যুত্থানের ১২ দিন পর ৬৯ বছর বয়সে মারা যান নেরুদা। সান্তিয়াগোর ১২০ কিলোমিটার দূরে ইসলা নেগ্রায় নিজের বাগানে দ্বিতীয় স্ত্রী মালিতদে উরুশিয়ার পাশেই কবর দেওয়া হয়েছিল নেরুদাকে।


নেরুদার এক ঘনিষ্ঠ ব্যক্তি অভিযোগ করেছিলেন, জেনারেল পিনোচেতের নির্দেশে বামপন্থি নেরুদার শরীরে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়।

২০১১ সালে নেরুদার সাবেক গাড়ীচালক ও ব্যক্তিগত সহকারি ম্যানুয়েল আরায়া অভিযোগ তুলেন, তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। তার এই অভিযোগের পরেই তদন্ত শুরু হয়।

আরায়া দাবি করেন, নেরুদা তাকে হাসপাতালে ডেকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন পেটে ইনজেকশন দেওয়ার পর অসুস্থ লাগছে।

তার দাবিকে সমর্থন করে চিলির কমি উনিস্ট পার্টি এবং দাবি করে, নেরুদার এমন কোনো লক্ষণ দেখা দেয়নি যে তার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যার কারণে তার মৃত্যু হয়েছে।

অভিযোগ রয়েছে সামরিক সরকারের শঙ্কা ছিল, নেরুদা মেক্সিকোতে নির্বাসনে যেতে পারে এবং সরকারবিরোধী প্রচারণা চালাতে পারে। আর এই ভয়ে তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে সামরিক সরকার।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@bangalnews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।