ঢাকাঃ গতমাসে বোস্টন বোমা হামলার পর যুক্তরাষ্ট্র স্টুডেন্ট ভিসার শর্তাবলী কঠোর করছে।
অবৈধ ভিসা ধারী বোস্টন বোমা হামলায় সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রাশিয়ার অংশ চেচেন থেকে আগত দুই ছাত্রের হামলার কয়েকসপ্তাহ পরই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিরাপত্তা বিভাগ সীমান্ত প্রতিনিধিদের প্রত্যেক ছাত্রের ভিসা অবস্থা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করার আদেশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিরাপত্তা বিভাগ প্রত্যেকটি আন্তর্জাতিক ছাত্র ভিসা বৈধ আছে কিনা তা যাচাই করার কার্যক্রম অবিলম্বে কার্যকর করবে।
নতুন নিয়মাবলী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পুর্বেই সীমান্ত প্রতিনিধিরা ছাত্রদের ফ্লাইট তালিকাতে দেওয়া তথ্য ব্যবহার করে ভিসা অবস্থা যাচাই করবে। তথ্য না পাওয়া গেলে তারা মার্কিন ডাটাবেসে ভিসার অবস্থা পরীক্ষা করবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৪ মে, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর