ঢাকা: আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় পাঁচ ন্যাটো সৈন্য নিহত হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে দক্ষিণ আফগানিস্তানে এই হামলার ঘটনা ঘটে।
এই সপ্তাহেই এর আগে আরেকটি পুঁতে রাখা বোমায় দেশটির হেলমন্ড প্রদেশে তিন ব্রিটিশ সৈন্য নিহত হয়েছিল।
এমন এক সময়ে এই হামলা হলো যখন ন্যাটো আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার দায়িত্বু হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। এরমধ্যেই আফগানিস্তানের কয়েকটি অঞ্চলের দায়িত্ব দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি সৈন্য ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে।
এই নিয়ে চলতি বছরে দেশটিতে ৪৭ জন ন্যাটো সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন আমেরিকান সৈন্য।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৪ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর