ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার আগুণ ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, মে ৪, ২০১৩
ক্যালিফোর্নিয়ার আগুণ ছড়িয়ে পড়ছে

ঢাকা: ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ উপকূলের দাবানল ছড়িয়ে পড়ছে। ২৪ ঘণ্টার মধ্যে আগুনের মাত্রা তিনগুণ বেড়েছে।

নতুন করে আরো একশ ১১ কিলোমিটার সমপরিমান অঞ্চল আগুন গ্রাস করেছে। চার হাজার বাড়ি ঘর হুমকির মধ্যে পড়েছে।

বসন্তকালের এই আগুনের (স্পিং ফায়ার) উৎপত্তি লস এঞ্জেলস থেকে ৫০ মাইল দূরে। বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা এখন পর্যন্ত না ঘটলেও

যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে করে বড় কোন দুর্ঘটনা আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে প্রায় এক হাজার দমকল বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দমকল বাহিনী আগুন নেভানোর জন্য ইঞ্জিন, বিমান, বুলডোজারসহ নানা সামগ্রী ব্যবহার করছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার বিভাগের ক্যাপ্টেন মাইক লিন্ডবেরি জানান, যন্ত্রপাতির সঙ্গে আমরা প্রকৃতির ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৪ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।