কলকাতা: ভারত জুড়ে একের পর এক ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনায এবার নারীদের ক্লাব-পাব-বারে যাওয়ার উপর নয়া ‘নিরাপত্তা-বিধি’ জারি করেছে অন্ধ্র সরকার।
এ নিষেধাঞ্জার ফলে এখন কোন নারী আর রাত ১০টার পর কোনও মহিলা ক্লাব, পাব কিংবা বারে থাকতে পারবেন না।
জানানো হয়েছে, দশটা বেজে গেলেই নারীদের সেখান থেকে বের করে দিতে হবে। নিয়ম না মানলে বারগুলির লাইসেন্স বাতিল করা হবে।
এখানেই শেষ নয়- ২১ বছর না হলে কোনও নারী মদ্যপান করতে পারবেন না। যদিও গোটা দেশে আইন অনুযায়ী ১৮ পেরোলেই কোনও ব্যক্তি মদ্য পান করতে পারেন।
পুলিশের এক বড়কর্তার বক্তব্য- মাঝেমধ্যেই দেখা যায়, নারীরা মাতাল হয়ে বার থেকে বেরিয়ে অটো চালকদের সঙ্গে ঝগড়া করছেন। সে সবের জন্যই নয়া নির্দেশিকা। যদিও একই কাজ তো বহু পুরুষও করেন। তাঁদের ক্ষেত্রে এ নিয়ম কেন প্রযোজ্য হবে না কেন সে উত্তর মেলেনি।
বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস