ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নারীদের ক্লাব-বারে যেতে নয়া বিধি অন্ধ্রে

ভাষ্কর সরদার, কলকাতা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, মে ৫, ২০১৩

কলকাতা: ভারত জুড়ে একের পর এক ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনায এবার নারীদের ক্লাব-পাব-বারে যাওয়ার উপর নয়া ‘নিরাপত্তা-বিধি’ জারি করেছে অন্ধ্র সরকার।

এ নিষেধাঞ্জার ফলে এখন কোন নারী আর রাত ১০টার পর কোনও মহিলা ক্লাব, পাব কিংবা বারে থাকতে পারবেন না।

এমর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে ওই জায়গাগুলিতে।

জানানো হয়েছে, দশটা বেজে গেলেই নারীদের সেখান থেকে বের করে দিতে হবে। নিয়ম না মানলে বারগুলির লাইসেন্স বাতিল করা হবে।

এখানেই শেষ নয়- ২১ বছর না হলে কোনও নারী মদ্যপান করতে পারবেন না। যদিও গোটা দেশে আইন অনুযায়ী ১৮ পেরোলেই কোনও ব্যক্তি মদ্য পান করতে পারেন।

পুলিশের এক বড়কর্তার বক্তব্য- মাঝেমধ্যেই দেখা যায়, নারীরা মাতাল হয়ে বার থেকে বেরিয়ে অটো চালকদের সঙ্গে ঝগড়া করছেন। সে সবের জন্যই নয়া নির্দেশিকা। যদিও একই কাজ তো বহু পুরুষও করেন। তাঁদের ক্ষেত্রে এ নিয়ম কেন প্রযোজ্য হবে না কেন সে উত্তর মেলেনি।

বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।