ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার গবেষণা কেন্দ্রে রকেট হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, মে ৫, ২০১৩
সিরিয়ার গবেষণা কেন্দ্রে রকেট হামলা ইসরায়েলের

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গবেষণা কেন্দ্রে ইসরায়েল রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার। দুই দিনের মধ্যে সিরিয়ার অভ্যন্তরে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি হামলা ঘটনা ঘটল।



এ হামলায় ইসরায়েলের সঙ্গে বিদ্রোহীদেরও সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেছে সিরিয়ার সরকার। তবে ইসরায়েল এখন পর্যন্ত এ হামলা চালানোর কথা নিশ্চিত করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামরায়া গবেষণা কেন্দ্রের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিমাদের অভিযোগ, ওই গবেষণা কেন্দ্রটিতে রাসায়ণিক অস্ত্র বিষয়ক গবেষণা চালানো হয়।

স্থানীয়রা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হামলায় একটি সামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতভর ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠে দামেস্ক। অনলাইনে আপলোড করা বেনামী ভিডিওচিত্রে দেখা গেছে,  জামরায় গবেষণা কেন্দ্র বিস্ফোরণ হচ্ছে।

ইসরায়েল এ হামলার বিষয়টি নিশ্চিত না করলেও সূত্র জানিয়েছে,লেবাননের হেজবুল্লাহর জন্য অস্ত্রগামী গাড়িতে হামলা চালানো হয়েছে।

দামেস্কের এক সাংবাদিক জানান, দুই বছর আগে সহিংসতা শুরুর পর এটি ‘সবচেয়ে বড় বিস্ফোরণ’।

বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে জামরায়া এলাকায় ‘মৃদু ভূমিকম্প’ অনুভূত হয় । এই ভূকম্পনের বিষয়টি থেকে বোঝা যায় যে ভূগর্ভস্থ কেন্দ্রটিতে রকেট হামলা হয়েছে।

তিনি জানান, এ হামলায় সিরিয়ার সেনাবাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় আকাশে যুদ্ধবিমান দেখা গেছে।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, শুক্রবার সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্রবাহী গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পরে ইসরায়েল হামলা চালানোর কথা স্বীকার করে।

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র জানান, সিরিয়া থেকে সন্ত্রাসীদের বিশেষ করে হেজবুল্লাহর কাছে অস্ত্র হস্তান্তর ঠেকাতে বদ্ধপরিকর ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলায় বোঝা যাচ্ছে ইসরায়েল ও বিদ্রোহীদের মধ্যে শক্তিশালী যোগাযোগ রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, “ইসরায়েলের নতুন হামলা সন্ত্রাসী গোষ্ঠীদের মনোবলকে জোরদার করার একটি চেষ্টা। ”

সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের কাছে দাঁড়িয়ে থাকতে পারছে না বলে বলা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।