ঢাকাঃ পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী কার্যালয়ের কাছে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। রোববারের মারদানের ফাজালাবাদ এলাকায় ওই হামলায় তিন জন আহত হয়েছেন।
পুলিশের সূত্র জানায়, অজ্ঞাত আক্রমণকারীরা পিটিআই-এর নির্বাচনী কার্যালয়ের সামনে একটি গ্রেনেড বিস্ফোরণ করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে করাচিতে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নির্বাচনী কার্যালয়ে হামলার প্রেক্ষিতে দলটির ডাকা ‘শোক দিবস’ চলছে।
শনিবার আজিজাবাদের এমকিউএম-এর কার্যালয়ের সামনে দুটি বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও ২৪ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ০৫, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com