ঢাকা: রোববার মালেয়শিয়ার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা)।
নির্বাচনে দুই প্রার্থী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্ট ও আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড মালেয়স ন্যাশনাল অর্গনাইজেশন (ইএমএনও)-এর মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের আশঙ্কা।
ইউএমএনও বিশ্বের দীর্ঘ দিন ক্ষমতায় থাকা দলগুলোর একটি। ১৯৫৭ সালে মালেয়শিয়ার স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় রয়েছে দলটি। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মালেয়শীয়দের মধ্যে পরিবর্তনের ক্ষুধা তৈরি হওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা আনলেও ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
তবে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নেয়া এই ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিমের বেশ সন্দেহ রয়েছে। নির্বাচনে জালিয়াতি আর ব্যাপক সহিংসতার অভিযোগ তুলেছেন তিনি।
নির্বাচন কমিশন জানায়, দেশের নিবন্ধিত এক কোটি ৩৩ লাখ ভোটারের ৬০ শতাংশ ভোট অর্থাৎ প্রায় ৮০ লাখ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন শুরু হওয়ার প্রথম চার ঘণ্টায় এসব ভোট পড়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, eic@bangalnews24.com