ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানি তালেবানের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ৫, ২০১৩
পাকিস্তানি তালেবানের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব নওয়াজের

ঢাকা: পাকিস্তানের ‍সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের বদলে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দিয়েছেন তিনি।



১১ মে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে লড়ছেন নওয়াজ শরিফ। নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আশাবাদী নওয়াজ বলেছেন, “তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযান জঙ্গিবাদকে দমন করতে উত্তম পথ নয়। আমি মনে করি বন্দুক আর বুলেটই এ ধরনের সমস্যার সমাধান নয়। ”

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শনিবার দেওয়‍া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “একই সময় অন্য পছন্দগুলো খুঁজে দেখার প্রয়োজন রয়েছে এবং দেখতে হবে কোনটি বাস্তবায়নের যোগ্য। ”
সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে এমন প্রস্তাব দিলেন নওয়াজ শরিফ। তিনি বলেন, “সব পক্ষকে এক সঙ্গে বসতে হবে এবং সব দলের উদ্বেগ বুঝতে হবে, এরপরেই সিদ্ধান্ত নিতে হবে যা হতে হবে পাকিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে। ”

তার এমন মন্তব্যে নাখোশ হতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশা, নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে স্থিতিশীলতা ফিরে আসবে যাতে পাকিস্তান প্রতিবেশি আফগানিস্তানের স্থিতিশীলতা আনতে সহায়তা করতে পারে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাস উৎখাত করতে ‍অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানও যুক্তরাষ্ট্রের অভিযানের সঙ্গে শামিল হয়ে নিজ দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে।   এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাখ লাখ মার্কিন ডলার পায় পাকিস্তান।   তবে পাকিস্তানিরা সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে বেশ ক্ষুব্ধ। ‘আমেরিকার যুদ্ধে’ হাজার হাজার পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানিদের।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।