ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন মেদভেদেভ

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবেন। ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

 

২০১২ সালে নির্বাচনে প্রার্থী হবেন কি না জানতে চাইলে মেদভেদেভ বলেন, যদি আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে, যদি জনসমর্থন আমার পক্ষে থাকে তবে আমি এপদ ছাড়বো না।

সাক্ষাতকারে মেদভেদেব বলেন, আমার সহকর্মীদের মধ্যে অনেকেই আছেন যারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। তবে তিনি আশাপ্রকাশ করেন নির্বাচনের আগে এধরণের ঘোষণা আসবে না।

মেদভেদেভ বলেন, এটা তখনই ঘটবে যখন তারা তা করা প্রয়োজন মনে করবেন। তবে একজন রাজনীতিক হিসেবেই আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৫৪৫ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।