ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত ইরান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, মে ৫, ২০১৩
সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত ইরান!

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সেনাবাহিনীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন মন্তব্য করেছে।



রোববার ইরানি জেনারেল আহমেদ রেজা পোওরদাস্তান জানান, ইরানের সেনাবাহিনী সিরিয়ান সেনাবাহিনীকে প্রশিক্ষণে সহায়তা প্রদানে প্রস্তুত।

সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে (আইআরএনএ) দেয়া এক ‍সাক্ষাৎকারে তিনি বলেন, “মুসলিম রাষ্ট্র হিসেবে, প্রয়োজনে আমরা সিরিয়াকে প্রশিক্ষণে সহায়তা করব, কিন্তু আমরা সরাসরি কোনো অভিযানে জড়িত থাকব না। ”

তিনি আরো বলেন, “অতীতে জিওনিস্ট শাসকদের (ইসরায়েল) সঙ্গে সংঘাতের অভিজ্ঞতা রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর। সিরিয়া নিজেদের রক্ষা করতে পারবে এবং তাদের কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না। ”

এর আগে সিরিয়ায় ইসরায়েলে রকেট হামলার নিন্দা জানায় সিরিয়ার ঘনিষ্ঠ বন্ধু দেশ ইরান। নিন্দা জানানোর পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ওই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ছে ইরান।

সিরিয়া দাবি করছে, রোববার ভোরের দিকে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গবেষণা কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ দাবি নাকচ বা হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েল। এর আগে শুক্রবার সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ০৫, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।