ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মে ৫, ২০১৩

ঢাকা: ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ল্যাঙ্কশায়ার পুলিশ মুখপাত্র গার্ডিয়ান পত্রিকাকে জানায়, নাইজেল ইভানস নামের গ্রেফতারকৃত ওই সংসদ সদস্য হাউজ অব কমনস’ এরও ডেপুটি স্পিকার।



প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে এই গ্রেফতারের বিষয়ে অবগত করা হয়েছে। হাউজ অব কমন্স এর মুখপাত্র এই গ্রেফতারের বিষয়ে কোন মন্তব্য করেননি। তিনি এটাকে পুলিশের বিষয় বলে অভিহিত করেছেন।

পুলিশ জানায়, আটককৃতকে ল্যাঙ্কশায়ারের একটি থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ আরো জানায়, ২০০৯ সালের জুলাইয়ে পেন্ডলটনে এই ধর্ষণের ঘটনা ঘটে। আমরা যৌন হয়রানির অভিযোগকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ধর্ষিতার মনের অবস্থাও আমরা বুঝি।

যারা এই ধরণের ধর্ষণ বা যৌন হয়রানির শিকার হয়েছেন এবং তা বলার সৎ সাহস যাদের আছে তাদেরকে পুলিশ উৎসাহিত করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ৫ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।