ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিতর্কিত এলাকা থেকে সৈন্য সরালো চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, মে ৬, ২০১৩
বিতর্কিত এলাকা থেকে সৈন্য সরালো চীন-ভারত

ঢাকা: হিমালয়ের বিতর্কিত এলাকা থেকে সৈন্য সরিয়েছে চীন ও ভারত। ভারতের সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

  তবে উভয়পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত মাসে লাদাখ সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী সীমান্তে মুখোমুখি শিবির স্থাপন করেছে। পরিস্থিতি শান্ত রাখতে দুই পক্ষই একাধিক আলোচায় বসে। অবশেষে রোববার সৈন্য প্রত্যাহার করা হলো।

হিমালয়ের বিভিন্ন সীমান্ত এলাকা নিয়ে বিবাদ রয়েছে চীন ও ভারতের। এ নিয়ে ১৯৬২ সালে দুই দেশ যুদ্ধ জড়িয়ে পড়েছিল।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চার দফা আলোচনা শেষে ভারত ও চীনের কমান্ডার সৈন্যদের শিবির ৩০০ মিটার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের অভিযোগ, ১৫ এপ্রিল ভারতের ভূখণ্ডের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সৈন্য এবং তারা লাদাখের দেপাসাং উপত্যাকায় তাঁবু গেড়েছে। তবে অনুপ্রবেশের এই অভিযোগ অস্বীকার করেছে চীন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদের চীন সফরের আগে সৈন্য সরানোর এ খবর প্রকাশিত হলো। খুরশিদের সফরের পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরের কথা রয়েছে। খুরশিদ চীন সফর করবেন ৯ মে। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০ মে প্রথমবারের মতো ভারত সফর করবেন লি কেকিয়াং।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।