ঢাকা: থ্রিডি পিন্টার প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম বন্দুকটির প্রথম ব্যবহার করল যুক্তরাষ্ট্র। টেক্সাসের দক্ষিণে অস্টিনে সফলভাবে বন্দুকটি থেকে গুলি ছোড়া হয়েছে।
পুরো বন্দুকটি প্লাস্টিক দিয়ে তৈরি। শুধু ফায়ারিং পিনটি তৈরি করা হয়েছে ধাতব পদার্থ দিয়ে। অস্ত্র তৈরি করেছে ইউনিভার্সিট অব টেক্সাসের এক শিক্ষার্থীর প্রতিষ্ঠান ডিফেন্স ডিস্ট্রিবিউট। থ্রিডি পিন্টারের এ বন্দুকটি তৈরি করতে ব্যয় হয়েছে ৮ হাজার মার্কিন ডলার। ডিফেন্স ডিস্ট্রিবিউট বন্দুকটি তৈরিতে এক বছর লাগিয়েছে।
ডিফেন্স ডিস্ট্রিবিউট জানিয়েছে, তাদের পরিকল্পনা রয়েছে এ অস্ত্র তৈরির নকশা অনলাইনে সহজলভ্য করার।
২৫ বছর বয়সী কোডি উইলসন বলেন, “আমি মনে করি অনেক লোকই ভাবত এটি করা সম্ভব নয়। ”
নিজেকে ‘চোর-নৈরাজ্যবাদী’ অভিহিত করে উইলসন জানান, নকশা সহজলভ্য করার পরিকল্পনাটি ‘স্বাধীনতা সম্পকির্ত’।
এ প্রযুক্তিতে একটি বস্তুর বিশেষ করে প্লাস্টিকের স্তরের ওপর স্তর দিয়ে জটিল শক্ত অবস্থার তৈরি করা হয়। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হলে, অনলাইনে থেকে বন্দুক তৈরির নকশা ডাউনলোড করে বাড়িতেই বন্দুক তৈরি করতে পারবেন আগ্রহীরা।
অন্য কারও হাতে এ বন্দুক চলে গেছে আপনার কি কোনো দায়বদ্ধতা থাকবে না-এমন প্রশ্নে তিনি বলেন, “আমি মানছি বন্দুক অন্যের ক্ষতি করার জন্যই ব্যবহৃত হয়। ”
অস্ত্র তৈরি করতে মার্কিন সরকারের অনুমোদনও নিয়েছে উইলসন। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস ও বিস্ফোরক (এটিএফ) ব্যুরোর তাকে দিয়েছে অস্ত্র তৈরি ও বিক্রির লাইসেন্স।
এটিএফের কর্মকর্তা ডোনা সেলারস জানান, ন্যাশনাল ফায়ারআর্মস এ্যাক্টের মধ্যে না পড়ায় থ্রিডি-প্রিন্টেড বন্দুক যুক্তরাষ্ট্রে বৈধ।
তিনি বলেন, “(যুক্তরাষ্ট্রে) একজন ব্যক্তি যদি নিজের ব্যবহারের জন্য অস্ত্র তৈরি করতে পারে। তবে যদি সে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তৈরি করে তাহলে লাইসেন্সের প্রয়োজন হবে। ”
অস্ত্রবিরোধীরা এ প্রকল্পের নিন্দা জানিয়েছে। ইউরোপের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।
কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গত ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ করার বিষয়টি আলোচনায় উঠে আসে। দেশটির প্রেসিডেন্ট ওবামাসহ অধিকাংশ ডেমোক্রেট অস্ত্র নিয়ন্ত্রণ আইন করতে চাইলে অস্ত্র রাখার পক্ষে কিছু গোষ্ঠী জোর বিরোধিতা করছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com